নয় হাজার পানিবন্দি মানুষের মাঝে সোমবার খাবার বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। রোববারের ধারাবাহিকতায় সোমবারও পানিবন্দি মানুষদের হাতে মেয়রের পক্ষে খাবার পৌঁছে দিয়েছেন কাউন্সিলররা।
চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, রেকর্ড পরিমাণ বৃষ্টিতে নগরীর অনেক এলাকায় পানি উঠে ঘরে মানুষ বন্দি হয়ে আছে জানতে পেরে তাদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। এছাড়া, পানিবন্দি ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ মানুষদের সরিয়ে নিতে কার্যক্রম চলমান আছে।
সোমবার দুপুরে পশ্চিম বাকলিয়ার কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম ৩০০ পরিবারের মাঝে শুকনো খাবার পৌঁছে দেন। পূর্ব ষোলশহরের বাড়াইপাড়া এলাকার পানিবন্দী ২ হাজার পরিবারের মাঝে খাবার বিতরণ করছেন কাউন্সিলর এম আশরাফুল আলম। মোহরা ওয়ার্ডের ৩ হাজার জলমগ্ন মানুষের মাঝে খাবার পৌঁছে দেন কাউন্সিলর কাজী নুরুল আমিন। সরাইপাড়ার কাউন্সিলর মোঃ নুরুল আমিন ৩০০ পরিবারের হাতে তুলে দেন চাল, ডিমসহ রান্নার বিভিন্ন উপকরণ। দক্ষিণ আগ্রাবাদের কাউন্সিলর মোঃ শেখ জাফরুল হায়দার চৌধুরী ২০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিনু ওয়ার্ডের ৫০০ পরিবারের মাঝে খাবার পৌঁছে দেন। চান্দগাঁওর কাউন্সিলর মোঃ এসরারুল হক ১ হাজার মানুষের মাঝে শুকনো খাবার ও ৫০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। এর আগে শনিবার ৮ হাজার ও রোববার ৬ হাজার পানিবন্দি মানুষকে খাবার খাওয়ান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.