চট্টগ্রামের হাটহাজারীতে পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে বের হয়ে বাড়ির অদূরে নালায় পড়ে নিপা পালিত (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চসিক ১ নং দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ডস্থ বাদামতলের পশ্চিমে রেজিস্টার বাড়ির ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার অশ্বিনি মহাজনের বাড়ির উত্তম পালিতের মেয়ে ও হাটহাজারী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
সরেজমিনে নিহতের ফুফু দিপ্তী পালিত বলেন, নিহতের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। সকালে পরীক্ষার কেন্দ্র নাজিরহাট কলেজের উদ্দেশ্যে বের হলে বাড়ির পাশেই অসতর্কতাবশত নালায় পড়ে যায়। বৃষ্টিতে নালায় প্রচুর স্রোত থাকায় সে উঠতে পারেনি। পরে লাশ ভেসে উঠলে উদ্ধার করে হাটহাজারী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত মৃগী রোগী ছিল কিনা প্রশ্নের উত্তরে দিপ্তী পালিত বলেন, তার ভাইজি মৃগী রোগী ছিলেন না। তবে ছোটবেলা থেকেই পানি ও আগুন দেখলে তার মাথা ঘুরাত বলে জানান তিনি। এদিকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান, থানার সেকেন্ড অফিসার গোফরান।