রাউজানের উরকিরচরের বিশিষ্ট সমাজসেবক এসএম ইউসুফের বড় ছেলে তরুণ উদ্যোক্তা শাহেদ হোসেন বাবু (৩৫) হালদা নদীর শাখা খালে নিখোঁজ হয়েছেন।
সোমবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নিজের মৎস্য খামার থেকে নৌকা যোগে ফেরার পথে বাড়ীঘোনা ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়।
এ সময় সঙ্গে থাকা চারজন সাঁতরে পাড়ে আসতে পারলেও বাবু কূলে আসতে পারেনি। তীব্র স্রোত তাকে টেনে নিয়ে যায়।
লেখক-সংগঠন মহিউদ্দিন ইমন ঘটনাস্থল থেকে জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, রাউজান থানা ও হাটহাজারী থানা পুলিশসহ স্থানীয় লোকজন বাবুর খোঁজ পেতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। কয়েক দিনের ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, জোয়ারের পানিতে উরকিরচরসহ আশপাশের গ্রামে বন্যা দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.