কক্সবাজারের পেকুয়ায় অতিবৃষ্টি এবং সমুদ্রের জোয়ারে প্লাবিত পানিবন্দি দুর্গত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তিনটি বোটসহ নৌ কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষদেরকে জরুরি খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ মঙ্গলবার (০৮-০৮-২০২৩) কক্সবাজারের পেকুয়ায় পানিবন্দি এ সকল ১২ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা হিসেবে পানিবন্দি প্রতিটি পরিবারকে সাতদিনের চাল, আটা, ডাল, ছোলা, লবণ, মুড়ি, চিড়া, চিনি, মোমবাতি, বিস্কুট, স্যালাইন, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধীকরণ ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।
এছাড়া স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী সকল ধরনের সহায়তা প্রদানের জন্য পেকুয়াস্থ নতুন সাবমেরিন ঘাঁটি ‘বানৌজা শেখ হাসিনা’ প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী পানিবন্দি এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তায় বিশেষ মেডিকেল টিম, জীবন রক্ষাকারী ঔষধ, স্যালাইন ও অন্যান্য সামগ্রী নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.