ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ আগস্ট সকাল সারে দশটায় উপজেলা নির্বাহী অফিসারর কার্যলয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সেলাই মেশিন বিতরণ ও অর্থ সহয়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ব্রাহ্মণবাড়িয়া- ৩১২ সংরক্ষিত আসনের সংসদ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম( শিউলী আজাদ)এমপি। উপস্থিত থেকে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, স্বাধীনতা আন্দোলনসহ বাংলাদেশের সার্বিক ক্ষেত্রে। বঙ্গমাতার এ অসামান্য অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন।বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও জাতীয় ইতিহাসের সকল পর্যায়ে বঙ্গবন্ধু এবং দলীয় নেতাকর্মীদের শক্তি, সাহস, অনুপ্রেরণা,মনোবল ও সঠিক পরামর্শের উৎস হয়ে উঠেছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।এমপি শিউলী আজাদ বলেন,বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতির শ্রেষ্ঠ ছায়াসঙ্গী। বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। ছায়ার মতো অনুসরণ করেছেন প্রাণপ্রিয় স্বামী বঙ্গবন্ধুর আদর্শকে। এই আদর্শ বাস্তবায়নের জন্য অবদান রেখেছেন। ঘাতকরা মনে করেছিলো এই পরিবারটি শেষ হয়ে গেলে বঙ্গবন্ধু’র আদর্শের মৃত্যু হবে, কিন্তু তার সুযোগ্য কন্যা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশকে আজ এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নের রোল মডেল।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার নাসরিন সুলতানা এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড.নাজমুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুর রাশেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া, আওয়ামী লীগ নেতা মো. মুস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সদর ইউপি আওয়ামীলীগের আহবায়ক হাজী মো. কায়কোবাদ, যুগ্ম আহবায়ক মো. বিলাল হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো.একরামুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুকসুদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল কুমার চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুনির হোসেন,উপজেলা মহিলা বিযয়ক কর্মকর্তা মোছা.জান্নাত বেগম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা.নাজমা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো.নুর আলী,সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.নজরুল ইসলাম।
আলোচনা শেষে ছয়জন কর্মক্ষম অসহায় অসচ্ছল মহিলা উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও চারজনকে অর্থ বিতরণ করা হয়। এসময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে সরাইল উপজেলা প্রশাসন চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
পড়েছেনঃ ৮৫