হাটহাজারীকে ভূমিহীন-গৃহহীন পুনর্বাসিত উপজেলা ঘোষণা, ২৮০ গৃহ নির্মাণ কার্যক্রম সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলাকে শতভাগ ভূমিহীন-গৃহহীন পুনর্বাসিত উপজেলা ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।

হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

এসময় প্রধান অতিথি মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় চতুর্থ ধাপ ও বরাদ্দের সর্বশেষ ১৯ টি ঘরের দলিল ও চাবি ভূমিহীন ও গৃহহীন উপকারভোগীদের হাতে হস্তান্তর করেন। শিক্ষক শিমুল মহাজনের সঞ্চালনায় এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, সহকারী কমিশনার ভূমি আবু রায়হান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে এ উপজেলায় আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন উপকারভোগীদের মাঝে ১ম ধাপে ১৫ টি, দ্বিতীয় ধাপে ১০ টি, তৃতীয় ধাপে ২৩৬ টি ও বুধবার ১৯ টিসহ বরাদ্দকৃত মোট ২শ ৮০ টি ঘর হস্তান্তর সম্পন্ন করা হয়। এ ছাড়া প্রধান অতিথি ২৩ সালে ২৩ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যমকর্মীদের হাতে গাছের চারা তুলে দেন। পরে ফরহাদাবাদ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সংস্কারকৃত ‘বালিকা নিবাস’ উদ্বোধন করেন।