চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর মালামালসহ পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৮ নং মেখল ইউনিয়নের পশ্চিম মেখল ফকিরহাট এলাকায় মরহুম নওয়ামিয়া সওদাগরের বাড়িতে এ অগ্নিকান্ড ঘটেছে। গ্যাসের সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী নাজিম আহাম্মদ জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নোয়া মিয়া সওদাগরের বাড়িতে গ্যাসের সিলিন্ডার লাগাতে গিয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করে করলেও ইতিমধ্যে আগুনের লেলিহান শিখায় মোহাম্মদ নাজিম, মো. হাশেম উভয়ের পিতা- মৃত ইউনুস মিয়া, রাবিয়া খাতুন পিতা- মৃত দেলা মিয়া, হোসনে আরা আক্তার পিতা- মৃত দলিল আহম্মদ ও মো. আজিম পিতা- মৃত ইউনুস মিয়ার ঘর মালামালসহ সম্পূর্ণ ভস্মীভুত হয়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশনের লিডার সাদেক হাসান এবং বিভূতি বড়ুয়ার নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিষয়টি নিশ্চিত করে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম জানান, গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে ৫টি বসত ঘর পুড়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.