চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, সালমা খাতুন একজন আদর্শ মা হিসেবে তিনি তাঁর সন্তানদের সুশিক্ষিত ও সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। রাজনীতিবিদ সন্তানদের মা হিসেবে তাঁর কর্তব্য ও ভূমিকা দেশের মানুষকে অনুপ্রাণিত করতো। পরিবারের হাল ধরার পাশাপাশি তিনি সমাজসেবার নানা কাজে নিজেকে
নিয়োজিত রেখেছিলেন। মাতা হিসেবে তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন সেটি তাঁর সন্তানদেরকে চিরদিন অনুপ্রাণিত করবে। মরহুমা সালমা খাতুন এলাকায় একজন ধার্মিক নারী হিসেবেও সকলের নিকট ছিলেন পরম শ্রদ্ধেয়া। সালমা খাতুন জাতীয়তাবাদীদের একজন রতœগর্ভা মা, যে মায়ের ৩ সন্তান জিয়া পরিবারের বিশ্বস্ততার প্রতীক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। ঠিক তেমনিভাবে
আমাদেরও তার চেতনা লালন করে এগিয়ে যেতে হবে। তিনি এলাকার মানুষের কাছে পরোপকারী ও ধর্মপ্রাণ নারী হিসেবে মরহুমা সালমা খাতুন অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। তার মৃত্যুতে অন্যদের মতো আমরাও গভীরভাবে মর্মাহত ও শোকাহত। মহান রাব্বুল আলামীন এর দরবারে দোয়া করি মরহুমার শোকাহত পরিবারবর্গ যেন এই মৃত্যুশোক সইবার ক্ষমতা লাভ করেন।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মা “সালমা খাতুন”র রুহের মাগফিরাত কামনায় আজ রবিবার (১৩ আগষ্ট), বাদ আসর নাসিমন ভবন দলীয় কার্যালয়ে সংলগ্ন মসজিদে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, মোঃ মুসা, মিয়া মোহাম্মদ হারুন, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, মুজিবুর রহমান, মোহাম্মদ আলী সাকী, সি. যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবীর, মোঃ এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল,সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহ সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, মুজিবুর রহমান রাসেল, জাফর আহমদ খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য নূর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মুহাম্মদ সাগীর, মোহাম্মদ আলাউদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, আসাদুজ্জামান রুবেল, সহ সম্পাদকবৃন্দ জিয়াউল হক মিন্টু, মোহাম্মদ শাহেদুল ইসলাম, আরিফ হোসেন, মেজবাহ উদ্দিন মিন্টু, মো. জসিম উদ্দিন, মো. ইদ্রিছ, গুলজার হোসেন মিন্টু, আবদুল্লাহ আল মামুন জিতু, মো. ইব্রাহিম খান, মো. ইউসুফ, নগর যুবদলের সদস্য মাহাবুব খান জনি, সাইদুল হক সিকদার, সাব্বির ইসলাম ফারুক, আজিজ চৌধুরী, থানা যুবদলের আহবায়ক শফিউল আজম, বজল আহমদ, মোশাররফ আমীন সোহেল, সদস্য সচিব মঞ্জুরুল আলম মঞ্জু, মো. হাসান, শওকত খান রাজু, মোর্শেদ কামাল, থানা যুবদলের সি: যুগ্ম আহবায়ক আবদুল জলিল, সাইফুল আলম রুবেল, রিদুয়ান হোসেন জনি, ওয়ার্ড যুবদলের আহবায়ক আবু বক্কর বাবু, মোঃ এস্কান্দার, রাসেল খান, সোলায়মান হোসেন মনা, দস্তগীর হোসেন রিয়াদসহ প্রমুখ নেতৃবৃন্দ।
উক্ত দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মা মরহুম “সালমা খাতুন”র রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন নাসিমন ভবন দলীয় কার্যালয়ে সংলগ্ন মসজিদের খতিব মাওলানা এহসানুল হক।