ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (১৩ আগস্ট) ভোর ৫টায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শৌন-লৌহঘর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলো, উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামের মৃত হিম্মত আলীর ছেলে মোঃ কাউসার (৪২), মৃত আব্দুল মোতালেব প্রকাশ রবি মিয়া’র ছেলে মোঃ শিপন মিয়া(৩৮) ও কবির মিয়া’র ছেলে মোঃ পারভেজ (৩০)।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শৌন-লৌহঘর এলাকায় অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।
পড়েছেনঃ ৮২