
নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ারহাট বাজারে বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনে ১০ দোকান পুড়ে যায় ঘটনাটি ঘটে ১৩ আগস্ট রবিবার ভোর রাত আনুমানিক ২ টায় মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট বাজারে।
মোহাম্মপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মহি উদ্দিন চৌধুরী, বাজার সেক্রেটারি নুর মাওলা এবং একাধিক ব্যবসায়ী জানান, রাত ২ টায় সাইফুল ক্রেকারিজ দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, মুহুর্তেই অন্যান্য দোকান গুলোতে আগুন ছড়িয়ে পড়ে এতে, বকুল স্টোর, শাকিল স্টোর, ফাতেহা মেডিসিন সেন্টার, নিজাম কসমেটিক্স, মাওলানা মেডিসিন সেন্টার, নুর নবী স্টোর, আলমগীর স্টোর, হুদু মিয়ার নুর কপি হাউজ, নুর নবী সওদাগরের মুদি দোকান, সাইফুল কসমেটিক্স আগুনে পুড়ে যায়। খবর পেয়ে সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে দোকান বাদে মালামালের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ব্যবসায়ীরা।
সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ নুর নবী বলেন, ২ টা ১০ মিনিটে আগুন লাগে, ৮ টি দোকান পুরো পুড়ে যায় এবং ১ টি দোকান আংশিক পুড়ে যায় সব গুলো কাঁচা দোকান প্রায় ৫ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পড়েছেনঃ ১০৯