বেঁচে থাকার প্রয়োজনে মানুষ জেগে উঠেছে, সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র : রাশেদ খান

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান বলেন, দেশের বর্তমান সংকট উত্তরণে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই । বর্তমান অবৈধ আওয়ামীলীগ সরকার দেশের মানুষের গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ করেছে। প্রতিদিন জেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। হাসপাতালে ডেঙ্গু রোগী রাখার জায়গা নেই। অবৈধ সরকার দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। দেশের মানুষের অধিকার, গণতন্ত্র রক্ষা এবং যে কোনও দুর্যোগে জনগণকে স্বেচ্ছায় সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বেচ্ছাসেবক দল গঠন করেছিলেন । আমরা সেই আদর্শ ধারণ করে এগিয়ে যাচ্ছি । এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো।

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে, তারা এখন আবোল তাবোল বলছে মন্তব্য করে তিনি আরও বলেন, আওয়ামীলীগ সিন্ডিকেট করে দেশের সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে লুটপাট করছে। মানুষ আর্ধাহারে অনাহারে জীবন যাপন করছে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আর গুম, খুন ও জেল জুলুমের ভয় দেখিয়ে লাভ হবে না। বেঁচে থাকার প্রয়োজনে মানুষ জেগে উঠছে। এ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র ।

শনিবার (১৯ আগষ্ট) বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর স্মৃতি বিজড়িত ষোলশহর দুই নং গেটস্ত বিপ্লব উদ্যানে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৯৮০ সালের এইদিনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

সংক্ষিপ্ত সমাবেশের সঞ্চালক চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, দেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারে না। অবৈধ দখলদার সরকার তাদের কর্তৃত্ব বজায় রাখতে চারদিকে গডফাদার, মাফিয়া আর সিন্ডিকেট তৈরি করে জিনিসপত্রের দাম অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে লুটপাট করছে । দেশে যদি জনসমর্থিত ও জবাবদিহিমূলক সরকার থাকতো তাহলে বর্তমান খাদ্যপণ্যের এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটতো না। এই সরকারের দিন শেষ হয়ে আসছে।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, খাইরুল আলম দিপু, সেলিম রেজা, মোঃ আসলাম, হারুন আল রশীদ, মাঈনুদ্দিন রাশেদ, এন আই চৌধুরী মাসুম, হারুনুর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মূর্তজা খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, জসিম উদ্দিন রকি, এম আবু বক্কর রাজু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাই, আকতার হোসেন, সাজ্জাদ হোসেন, দিদার হোসেন, আব্দুল মান্নান আলমগীর, কামাল হোসেন সামির, এমদাদুল হক স্বপন, মফিজ উদ্দিন সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক ইসহাক খান, শাহজাহান বাদশা, প্রচার সম্পাদক আকবর হোসেন মানিক, সহ-দফতর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সহ-শিল্প বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ, সদস্য সাজ্জাদ হোসেন খান, বায়োজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ দুলাল, সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ ছাড়াও ফেস্টুন ও বিলবোর্ড প্রদর্শনসহ দুই দিনের কর্মসূচি ঘোষণা করে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল। এর আগে সকাল আটটায় নগর বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

দিবসটি উপলক্ষে নগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আগামীকাল ২০ আগষ্ট রবিবার বিকাল তিনটায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে ‌। আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে গতকাল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।