সন্দ্বীপে মুমূর্ষু রোগীদের জন্য জরুরী সেবা ICU চালুর দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে একটি সামাজিক সংগঠন। ২৫ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় এ ঘোষণা দেন সংগঠনের নেতৃবৃন্দ। সন্দ্বীপ অধিকার আন্দোল নামের সংগঠনটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে উক্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা করে।
সংগঠনের সদস্য মোঃ সাকিল খান এর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি লেখক ও সাংবাদিক মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি, উপজেলা জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাহমুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম সওদাগর, কবি ও লেখক মোস্তফা হায়দার, মাস্টার আকবর হোসেন, এআর রাশেদ, সাহেদ খান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাসদ নেতা জব্বার হোসেন, মেজবাহুল সেলিম,শ্যামল চৌধুরী, স্ন্যাক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য সাইমুন, সন্দ্বীপ অধিকার আন্দোলনের সদস্য মোঃ আলাউদ্দিন, সৌরভ, মুন্না,তাসলিমা, খাদেজা,নাইম,রোমান,জিহাদ, নুরনবী সহ আরো অনেকে।
সন্দ্বীপ অধিকার আন্দোলন এর সভাপতি মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি তাঁর বক্তব্যে সন্দ্বীপে ICU'র প্রয়োজনীয়তা উল্লেখ করেন। আন্দোলন কর্মসূচি হিসেবে স্বাস্থ্য সচিব ও জেলা সিভিল সার্জন বরাবরে স্মারকলিপি প্রদান, প্রতিবাদী ও দেশাত্মবোধক গানের আয়োজন, পথসভা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিসের সামনে ১০মিনিটের অবস্থান সহ দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্রমান্বয়ে অনশন কর্মসূচির ঘোষণা দেন।
এ সময় জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাহমুদ দাবি আদায়ে যেকোন কর্মসূচিতে পাশে থাকার ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.