চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে চট্টগ্রামে দেড় লক্ষ চারা রোপনের উদ্যোগের আওতায় হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ চারা বিতরণ করেছে।
সোমবার উপজেলার ফতেপুর ইউনিয়নস্থ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ জোবরা উমেশ কেজি এন্ড হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে এ চারা বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দরা। বিতরণ করা গাছের মধ্যে রয়েছে উন্নতমানের কলম করা আম, মালটা, পেয়ারা, কাঠালসহ বিভিন্ন ফলজ গাছের চারা।
চারা বিতরণের পূর্বে সংক্ষিপ্তকারে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন ও দপ্তর সম্পাদক মোঃ আবুল মনছুর। স্কুলের বিভিন্ন দিক তোলে ধরে এবং সাংবাদিক ঐক্য পরিষদকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম ও শিক্ষক দোলন কান্তি বড়ুয়া।
এসময় সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, প্রচার সম্পাদক মোঃ আবু নোমান, সদস্য এরশাদ আলি সহ স্কুলের সিনিয়র শিক্ষিকা শ্যামলী বড়ুয়া, কাজী মোঃ এরশাদ আলি, এ্যানি বড়ুয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.