বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদল সহ সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার আহবান:গোলাম আকবর খোন্দকার

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন যে, বিএনপির কোন গোষ্ঠী বা ব্যক্তি বিশেষের দল নয়, বিএনপি এদেশের আপাময় কৃষক শ্রমিক মেহনতি মানুষ সক আপাময় জনসাধারণের দল।  উৎপাদনমুখী রাজনীতিই ছিল যার মূল লক্ষ্য। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপির অবদান অতুলনীয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে একদলীয় শাসন ব্যাবস্থা নয়,বহুদলীয় গনতন্ত্র প্রবর্তন করেছিলেন। তিনি এ দেশ এবং দেশের জনগণের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র সাহসিকতার সাথে মোকাবেলা করতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে এক দফার আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদল সহ সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার আহবান জানান।

তিনি আজ ২৯ আগষ্ট মঙ্গলবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গৃহীত সপ্তাহব্যাপী কর্মসূচীর দ্বিতীয় দিনে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

নাসিমন ভবনস্হ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আবছার জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, নুরুল আমিন, আলহাজ্ব সালাউদ্দিন, নুর মোহাম্মদ, অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, শহীদুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

সভার প্রধান বক্তা  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল বলেন, দেশে চরম এক ক্রান্তি কাল চলছে, এই ক্রান্তিলগ্নে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফার আন্দোলনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রিয় সংগঠন ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে মাঠে থাকতে হবে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনির সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী, সৈয়দ নাসির উদ্দীন, উত্তর জেলা ছাত্রদলের  সহ-সভাপতি আবুল কালাম আজাদ, শরিফুল ইসলাম ওমর, আরিফ উদ্দিন রিয়াদ, আনিসুর রহমান পয়েল, গিয়াস উদ্দিন, তকিবুল হাসান তকি, সুজা উদ্দৌলা  সজিব, সরোয়ার হোসেন রুবেল, মুহাম্মদ ফরহাদ হোসাইন, হোসেন মোহাম্মদ মাসুম, শহিদুল ইসলাম, হেলাল উদ্দিন, এমরান হোসেন, শরিফুল ইসলাম বাদশা, একরাম চৌধুরী, রেজাউল করিম রকি,রায়হান উদ্দিন, সাফায়েত রাকিব,রিদোয়ান,সোহান, হাবিব, রাসেদ,লোকমান, আব্দুর রহমান, আসিফ কায়েস চৌধুরী,নাসির উদ্দিন, জহির আলম,মাসুদ, এনাম, ইলিয়াস, শরিফ জিহান, রিয়াজ রাজু প্রমূখ নেতৃবৃন্দ।