সরাইলে বিষ দিয়ে পুকরের মাছ নিধন ২৫ লাখ টাকা ক্ষতি দাবি চাষীর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামে বিষ দিয়ে পুকুরের মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্থ মৎস্যচাষী পিন্টু ভৌমিক এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া বিষয়টি তিনি থানা পুলিশকেও অবহিত করেছেন। পিন্টু ভৌমিক জানান, মলাইশ গ্রামের পশ্চিম পাড়ার একটি পুকুর বন্দোবস্ত নিয়ে তিনি মাছ চাষ করেন। রবিবার রাত দুইটার দিকে জেলেদের নিয়ে মাছ ধরতে যান। এ সময় তিনি দেখেন অনেক মাছ মরে ভেসে উঠছে। সময় যত গড়ায় মাছ আরো বেশি করে ভেসে উঠে। এসব মাছ তিনি রাতেই ধরে নিয়ে বাজারে ৩০ টাকা কেজি দরে বিক্রি করেন, যা ভালো অবস্থায় ২০০ টাকা কেজি দরে বিক্রি হতো। তবে উপযোগি না হওয়ায় সব মাছ তিনি বিক্রি করতে পারেননি।
পিন্টু ভৌমিক দাবি করেন, তিনি পুকুরে পাঁচ লাখ টাকার পোনা ফেলেছিলেন। খাবার দিয়েছিলেন প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার। সব মিলিয়ে পুকুরটিতে ২৫-৩০ লাখ টাকার মাছ ছিলো। এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের কাছে অভিযোগ দিয়েছেন। এত বড় ক্ষতির ঘটনায় তিনি নিস্ব হয়ে গেছেন বলে দাবি করেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের  বাসিন্দা রাজকুমার ভৌমিকের ছেলে পিন্টু ভৌমিকের মৎস্য প্রকল্পে এ ঘটনা ঘটে।
শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য  (মেম্বার) হরিবিলাস মজুমদার জানান, কে বা কারা এমন ঘটনা ঘটিয়ে মৎস্য চাষীর অনেক ক্ষতি করে ফেললো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন তাকে সহযোগিতা করেন সে বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করেন।