প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৫, ২০২২, ৬:১৯ পূর্বাহ্ণ
মৌলভীবাজারের লাউয়াছড়া বনে মিললো খুলি,হাড়, কঙ্কাল

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ার বন থেকে মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে স্থানীয় চা শ্রমিক বৌন বাউরি লাউয়াছড়া বনের স্টুডেন্ট ডরমিটরির পাশের জঙ্গল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যায়। এসময় সে আশপাশের কয়েকটি স্থানে মানুষের কঙ্কাল সাদৃশ্য বস্তু দেখে পুলিশে খবর দেয়। কঙ্কালের পাশে গাছের সাথে পেঁচানো একটি শাড়িও পাওয়া গেছে। খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ এসে খুলি, হাড়গুলো উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে কঙ্কালগুলো মাধবপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আছিদ আলীর বোনের। স্থানীয়রা বলছেন, প্রায় সাড়ে চার মাস আগে আছিদ আলীর বোন নিখোঁজ হয়। শাড়ি দেখে তারা ধারণা করছেন কঙ্কালগুলো নিখোঁজ হওয়া আছিদ আলীর বোনের হতে পারে। বিষয়টি নিশ্চিত করতে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা বলেন, হাড়গুলো ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। এরপর কঙ্কালটির পরিচয় নিশ্চিত করা যাবে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা হবে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.