সরাইলে ২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ১ সেপ্টেম্বর হাইওয়ে কুমিল্লা রিজিয়নের খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ ঢাকা সিলেট মহা সড়কে কুট্টাপাড়া মোড়ে মোবাইল ডিউটি করা কালে গোপন সংবাদে ভিত্তিতে সরাইল উপজেলা ঢাকা সিলেট মহাসড়কে ওয়ালটন শো রুমের সামনে একজন মাদক ব্যাবসায়ী মাদক দ্রব্য গাঁজা নিয়া ঢাকার উদ্দেশে যাওয়ার অপেক্ষা মান যাত্রী মো. নয়ন(২৭)পিতা -মো. মাহতাব মিয়া, গ্রাম- দৌলতপুর,কাজীবাড়ী, উপজেলা কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, তার ডান হাতে থাকা সপিং ব্যাগ এর মধ্যো কষ্টটেপ দ্বারা বাধা ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ। যার মুল্য ৬০,০০০ টাকা।
এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা,অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাসএ প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজসহ একজনকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। গ্রেফতারকৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলার প্রক্রিয়া চলছে। ওসি আরও বলেন, মাদক বিরোধী অভিযান আব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.