স্টুডেন্ট ইউনিটি ফটিকছড়ির অভিষেক ও  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থীদের সম্পৃক্ততায় গঠিত শিক্ষা ও মানবিক সংগঠন স্টুডেন্ট ইউনিটি ফটিকছড়ি এর নবগঠিত কমিটির অভিষেক ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ২রা সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় স্থানীয় দরবার কনভেনশন হলে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রায়পুর কচি সংঘের সাবেক সভাপতি মোহাম্মদ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ জয়নাল আবেদীন মুহুরী। উদ্বোধক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের এইচ মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল আবেদীন রাতুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মুহাম্মদ সিফাত উল্লাহ, মেডিকেল অফিসার ডাঃ মুহাম্মদ বদর-উদ-দোজা, বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের, নাজিরহাট পৌরসভার ছাত্রনেতা মোহাম্মদ রাসেল, রায়পুর কচি সংঘের সাবেক সিনিয়র সহ সভাপতি আহমেদ জোবায়ের,  নানুপুর মানবিক টিমের সভাপতি মোহাম্মদ আহমেদ উল্লাহ তানিম, তরুণ লেখক এম হোসাইন প্রমূখ।
স্টুডেন্ট ইউনিটির সাধারণ সম্পাদক রায়হান শাহরিয়ার সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানের পূর্ববর্তী আলোচনা সভায় সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সভাপতি মেহেতাব হোসাইন, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন আকিব।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রতিভার সঠিক জাগরণ, নেতৃত্বের গুণাবলি অর্জন সহ মানবিক কাজে সক্রিয়তার সহিত অংশগ্রহণের জন্য সংগঠনের মাধ্যমে কাজ করে যেতে হবে। সুন্দর আগামীর ভবিষ্যত গড়ে তুলতে হলে শিক্ষিত ও প্রতিভাবান তরুণ সমাজের বিকাশ সাধন অপরিহার্য। সকল ধরনের অপরাধ ও অন্যায় থেকে বিরত থেকে মানবিক, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। এক্ষেত্রে উপস্থিত সকলে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অভিষেক অনুষ্ঠানে সংগঠনের কার্যনির্বাহী কমিটির অন্তর্ভুক্ত সকলকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ জয়নাল আবেদীন মুহুরী। পরে অতিথিরা নৈশভোজে অংশগ্রহণ করেন এবং সুশৃঙ্খল পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক সফলতায় অন্যতম ভূমিকা পালন করেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ জিপন, মোহাম্মদ পারভেজ, সজল নমঃ সহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ।