প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৩, ২:২০ অপরাহ্ণ
আখাউড়ায ফ্রিজে পচা মাংসের সাথে ইঁদুর সংরক্ষণ! হোটেল ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফ্রিজে পচান মাংসের সাথে ইঁদুর সংরক্ষণ ও অস্বাস্থ্যকর খাবর বিক্রির অভিযোগ এক হোটেল ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রোববার ( ৩ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের রেলস্টেশন এলাকার অতিথি হোটেলে অভিযান চালিয়ে হোটেল মালিক নজরুল ইসলামকে এ জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রট প্রশান্ত কুমার চক্রবর্তী।
নির্বাহী ম্যাজিস্ট্রট প্রশান্ত কুমার চক্রবর্তী জানান, সকালের দিকে এক ভোক্তা এসে হোটেলে পচা ও বাসি খাবার বিক্রির অভিযোগ করেন। ভোক্তার অভিযোগের ভিত্তিতে রেলস্টেশন এলাকার অতিথি হোটেলে অভিযান চালানো হয়। ওই হোটেলের ফ্রিজে পচা মাংসও সংরক্ষণ করা ছিল। মাংসের প্যাকেট সরাতেই দেখা যায় মরা ইঁদুর। হোটেলে পচা ও বাসি খাবারও সংরক্ষণ ছিল।
সাধারণ জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে আরো জানান উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.