হাটহাজারীতে আগামী ৬ সেপ্টেম্বর আসন্ন সনাতনী সম্প্রদায়ের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মাষ্টমী উৎসব উপলক্ষে হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য মহা শোভাযাত্রা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ভাগবতীয় আলোচনা সভা, গীতা পাঠ ও জন্মাষ্টমী পূজা।
শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মতামতের আলোকে জন্মাষ্টমী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে হাটহাজারীর বিভিন্ন ইউনিয়ন, এলাকা ও সংগঠন থেকে প্রতিবারের মতো এবারও অসংখ্য কৃষ্ণভক্ত বর্ণাঢ্য মহা শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানমালায় অংশ গ্রহণ করবেন। হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী, একুশে পদক প্রাপ্ত ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। এছাড়া আমন্ত্রিত অতিথি, ধর্মীয় মহারাজ ও আলোচকবৃন্দ উপস্থিত থাকবেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে পরিষদের সাধারণ সম্পাদক নিকু কুমার শীল লিখিত বক্তব্যে এসব কর্মসূচি তুলে ধরেন।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পরিষদের প্রধান সমন্বয়ক ড. শিপক নাথ, প্রধান উপদেষ্টা উদয় সেন, সভাপতি ডাঃ অসীম দাশ গুপ্ত।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক আশীষ দে, সহ সভাপতি ডাঃ জগদীশ চক্রবর্তী, রতন নাথ, সাংবাদিক সুমন পল্লব, মুন্সি বিশ্বজিৎ দে, রুদ্র আচার্য্য, নয়ন চোধুরী, সাহস শীল, শ্যামসুন্দর বৈষ্ণব, অপু চৌধুরী, শংকর দাশ। মত বিনিময়কালে পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.