বর্জ্য পরিবহনের জ্বালানি ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতে দুইটি ওজনস্কেল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
সোমবার প্রায় ৯৫ লাখ টাকা ব্যয়ে আরেফিনগর আবর্জনাগার ও হালিশহরের আনন্দবাজার আবর্জনাগারে গাড়ির ওজনস্কেল দুটি উদ্বোধন করেন মেয়র।
উদ্বোধনকালে মেয়র বলেন, নগরীকে পরিচ্ছন্ন রাখতে ২৮০টি গাড়ি ব্যবহার কতা হচ্ছে। এ গাড়িগুলো কতগুলো ট্রিপ সম্পন্ন করেছে, কতটুকু বর্জ্য বহন করেছে তা ডিজিটালি হিসেব করার জন্য এ দুটি আধুনিক ওজনস্কেল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ট্রিপ ফাঁকি দিয়ে জ্বালানিতেল চুরির সুযোগ কমে গেল যা জ্বালানিব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করবে।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, জিয়াউল হক সুমন৷ আবদুল মান্নান, মো. ইলিয়াস, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর আলী, শাহীনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, মীর্জা ফজলুল কাদের, তৌহিদুল হাসান, রিফাতুল করিম, সহকারী প্রকৌশলী রুবেল চন্দ্র দাশ, ইমরান হোসেন খোকা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.