সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সরাইল উপজেলার তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শ্রমিকরা সরাইল সদর ইউনিয়নের নিজ সরাইল গ্রামের বাসিন্দা।নিহতরা হলেন- মো. লোকমান মিয়া (৩২) উপজেলা সদর ইউনিয়নের নিজ সরাইল গ্রামের ইউনুস মিয়ার ছেলে ও একই এলাকার আব্দুল হান্নান ছেলে আমজাদ (১৮) এবং শরীফ মিয়া ১৬ সদর ইউনিয়নের জিলুকদার পাড়া এলাকার মজিবুর রহমান ছেলে। সরাইল থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তেরকান্দা গ্রামের একটি বাড়িতে বাউন্ডারির দেওয়াল নির্মাণ চলছিল। এ সময় নির্মাণকাজে ব্যবহৃত লোহার রড অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পর্শ করে। এতে ৩ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়লে তাদেরকে তাৎক্ষণিক সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।