সনাতনী সম্প্রদায়ের অন্যতম অনলাইন সংগঠন কৃষ্ণকলি ইমু গ্রুপ কর্তৃক আবারো উদ্ভোধন হতে যাচ্ছে ৫টি গীতা স্কুল।
আগামী ৮ সেপ্টেম্বর রোজ শুক্রবার দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় কৃষ্ণকলি গীতা বিদ্যা নিকেতন নামে চালু হচ্ছে নিন্মোক্ত ৫ টি স্কুল। স্কুল গুলোর নাম হবে কৃষ্ণকলি গীতা বিদ্যা নিকেতন-৩ ঠিকানা পশ্চিম মল্লিকপুর, কাহারোল, দিনাজপুর, কৃষ্ণকলি গীতা বিদ্যা নিকেতন-৪ ছাতইল, কাহারোল, দিনাজপুর,কৃষ্ণকলি গীতা বিদ্যা নিকেতন-৫
দক্ষিণ তারাপুর, কাহারোল, দিনাজপুর, কৃষ্ণকলি গীতা বিদ্যা নিকেতন-৬ পানিগাঁও , কাহারোল, দিনাজপুর
ও কৃষ্ণকলি গীতা বিদ্যা নিকেতন-৭ -আজাদ , কাহারোল, দিনাজপুর। সব গুলো স্কুলে আনুষ্ঠানিকতা হলেও মুল অনুষ্ঠান হবে শ্রী শ্রী দুর্গা মন্দির, দক্ষিণ তারাপুর। স্কুলগুলোর সার্বিক তত্ত্বাবধানে থাকবে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কৃষ্ণকলি ইমু গ্রুপের পরিচালক ও
জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সহ- ধর্ম বিষয়ক সম্পাদক গোপাল মজুমদার রোমেল,জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক বিপ্লব মিত্র,কৃষ্ণকলি ইমুগ্রুপের এডমিন ও বিশিষ্ট ভাগবতীয় বক্তা জিকু কৃষ্ণ দাশ,দিনাজপুর জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন রায়,দিনাজপুর জেলা মহাজোটের সদস্য অধ্যাপক প্রবাস রায়, নিলফামারী জেলা মহাজোটের সাংগঠনিক সম্পাদক সন্জয় কুমার সাহা, নিলফামারী জেলা মহাজোটের সহ-সভাপতি মলয় কুমার রায়,কৃষ্ণকলি ইমুগ্রুপের এডমিন সুমন চন্দ্র রায়।
এই বিষয়ে কৃষ্ণকলির পরিচালক রোমেল মজুমদার সর্ব প্রথম কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসি ভাই বোন সহ যারা আর্থিক ও সার্বিক সহযোগিতা করেছেন। তিনি আশা প্রকাশ করেন আগামীতেও সবার সহযোগিতায় সনাতন ধর্মের প্রসার ও প্রচারে কাজ করে যাবে কৃষ্ণকলি।এছাড়াও তিনি ধন্যবাদ জানান কাহারোল উপজেলার যুব মহাজোট সহ প্রত্যেক এলাকাবাসীকে যারা সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.