প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৬:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৩, ৮:৪১ অপরাহ্ণ
জন্মনিবন্ধন ও ওয়ারিশ সনদে অতিরিক্ত ফি আদায় কসবায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জন্মনিবন্ধন ও ওয়ারিশ সনদে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন মুর্শিদের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল হয়েছে। বুধবার দুপুরে ঈশাননগর চৌরাস্তা মোড়ে হওয়া এ বিক্ষোভ কর্মসূচি থেকে চেয়ারম্যানের অপসারণ দাবি করা হয়।
ওই ইউনিয়নের যমুনা নামে গ্রামের বাসিন্দা এস এম শামীম আকতারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী ময়নাল হোসেন, কাদির মিয়া, দেলোয়ার হোসেন, মনির হোসেন, মমিনুল ইসলাম পারভেজ ও সুমন সরকার মুখ। ভুক্তভোগীরা অভিযোগ করেন, মেহারি ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন ও ওয়ারিশ সনদ নিতে গেলে এলাকাবাসীর কাছ থেকে এক থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়। এত বেশি টাকা নেওয়ার কারণ জানতে চাইলে নানা অজুহাত দেখানো হয়। চেয়ারম্যান প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতেও সাহস পায় না। তবে এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন মুর্শিদ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে এখনো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমার পরিষদে কোনো ধরণের কাজে অতিরিক্ত ফি নেওয়া হয় না। যে উদ্যোক্তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তাকেও সরিয়ে দেওয়া হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.