চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস প্রফেশনাল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান জাগরণ'র সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়'র সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ খায়রুন্নবী'র সুযোগ্য কন্যা উম্মে নাজিয়া জাহান তামান্নাকে সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাগরণ।
শুক্রবার সন্ধ্যায় জাগরণের কার্যালয়ে এই সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জাগরণের সভাপতি মোঃ খায়রুন্নবী সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সফল চেয়ারম্যান ও হাটহাজারী পৌরসভার সিনিয়র কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ আলী আজম।
জাগরণ এর সাধারণ সম্পাদক অনুপম চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফতেপুর ইউপি সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সাধারণ সম্পাদক ও জাগরণের উপদেষ্টা অ্যাডভোকেট এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ হাটহাজারী পৌরসভা সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, জাগরণের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস খন্দকার, মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সেলিম উদ্দিন রেজা, ব্যাংকার এ.কে.এম মহিউদ্দিন কাসেম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহা আলম খাঁন, কথন নির্বাহী সম্পাদক মো. ইব্রাহিম খলিল সিকদার, হাটহাজারী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শফিউল আলম, লিটল স্পোর্টিং ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ হারুন ডিলার, সুজানগর হাজী জেবল হোসেন সরকার প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল করিম, জাগরণ এর সাবেক সাধারণ সম্পাদক এস.এম ইউছুপ, আবু আহমেদ, সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী মো. মুন্না, মো. আজিজুল হক মাদানী, রানীরহাট ডিগ্রী কলেজ সহকারী অধ্যাপক রেজাউল করিম চৌধুরী, নানপুর লায়লা কবির কলেজের প্রভাষক মো. আহসান আরিফ চৌধুরী প্রমূখ।
আলোচনা সভা শেষে উম্মে নাজিয়া জাহান তামান্নার হাতে সন্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাগরণ এর সদস্য কাজী মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার এবং আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ অলিউল্লাহ সাঈদী।
উল্লেখ্য, সংবর্ধীয় অতিথি উম্মে নাজিয়া জাহান তামান্না হাটহাজারী পৌরসভার ১নং ওয়ার্ডস্থ পশ্চিম দেওয়ান নগর এলাকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান জাগরণ এর সভাপতি এবং পশ্চিম দেওয়ান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ খায়রুন্নবী ও মালেকা পারভীনের একমাত্র কন্যা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.