প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৯:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৫, ২০২২, ১২:৩২ অপরাহ্ণ
চান্দগ্ৰাম কুলাউড়ায় ট্র্যাক প্রাইভেট কারে সংঘর্ষে ৩জন আহত

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার চান্দগ্রাম-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের চান্দগ্রাম বাজার সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে বড়লেখাগামী প্রাইভেট কার'কে বেপোরোয়া গতির একটি ট্রাক চাপা দেয়। এসময় কারের অভ্যন্তরে থাকা দুইজন সহ মোট তিনজন আহত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারী) রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেটে প্রেরন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াশার এ রাতে বড়লেখাগামী একটি প্রাইভেট কারকে চান্দগ্রাম বাজার সংলগ্ন পাম্পের সামনে বিয়ানীবাজারগামী একটি বেপোরোয়া ট্রাক চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে স্থানীয়রা ধাওয়া দিয়ে বিয়ানীবাজার উপজেলার থানাবাজারে ট্রাকটিকে চালকসহ আটকাতে সক্ষম হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেটে প্রেরন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.