শুধু পাঠ্য পুস্তকের পড়া পড়লেই হবে না সেই সাথে পাঠ্য পুস্তকের বাইরে জ্ঞানমূলক বই পড়ে নিজেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। এবং পুঁথিগত শিক্ষার শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করে দেশ জাতির কল্যানে কাজ করতে হবে।
৯ সেপ্টেম্বর বিকেলে লিডার্স স্কুল এ- কলেজ ক্যাম্পাসে ২য় লিডার্স তারুণ্য উৎসব-২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এ মন্তব্য করেন।
লিডার্স স্কুলের অধ্যক্ষ কর্নেল আবু নাসের মো. তোহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের কলেজ পরিদর্শক প্রফেসর মো: জাহেদুল হক, জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু।
সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী আরো বলেন, আলোকিত মানুষ গড়ে তোলার প্রত্যয়ে প্রতিষ্ঠিত লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম, গৌরবময় যাত্রা শুরু করে। লিডার্স শিক্ষা মডেল-২০১৮ এর তিনটি মূল উপাদান জ্ঞান, দক্ষতা ও নৈতিকতাকে সামনে রেখে তার লক্ষ্য অর্জনের ক্লান্তিহীন অবিরাম প্রচেষ্টাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে ২০২২ সাল থেকে শুরু হয় লিডার্স তারুণ্য উৎসব। তিনি তারুণ্য উৎসবের সফলাত কামনা করেন।
এবারের উৎসবে ৫৮ টি স্কুল ও মাদ্রাসা থেকে প্রায় ১১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উৎসবের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ক, খ ও গ সহ মোট ০৩ টি বিভাগে এবং চিত্রাংকণে একটি অতিরিক্ত বিশেষ শিশু বিভাগে। প্রতিযোগিতার বিষয়গুলো ছিলো-রচনা, কুইজ, চিত্রাংকণ, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, প্রোগ্রামিং, কোরআন তেলাওয়াত, বিজ্ঞান অলিম্পিয়াড, দাবা, ক্যারাম ও টেবিল টেনিস, আইডিয়া জেনারেশন ইত্যাদি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.