মার্কিন যুক্তরাষ্ট্রে সাংবাদিকতায় বাংলাদেশী কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য চার্চ-মাকডোনাল্ড বাংলাদেশী বিজিনেস এসোসিয়েশন ইনক পক্ষ থেকে এওয়ার্ড সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা এওয়ার্ড ক্রেস্ট টি প্রদান করেন নিউওয়ার্ক ব্রুকলিন কিংস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক গঞ্জেলস (ERICK GONZALES). এই সময় আরো উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিডার এটর্নি মইন চৌধুরী,সিডিপেপ হোমকিয়ার সত্তাঅধিকারী চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন ইনক এর সভাপতি আব্দুর রব চৌধুরী,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারী,
মেলা কনভেনার মামুনুর রশিদ ও মেলার মেম্বার সেক্রেটারি মাইনুল আলম বাপ্পি সহ, বিজনেস এসোসিয়েশনের সদস্যরা।
১৬ই সেপ্টেম্বর ব্রুকলিন ১৪ তম সর্ববৃহৎ পথ মেলা অনুষ্ঠিত হয়।এ পথমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিকএ্যাডামস,কাউন্সিল ম্যান শাহানা হানিফ।নিউইয়র্ক ব্রুকলিনের সর্ববৃহৎ পথ মেলা এটি। এই মেলাতে প্রায় ২০ হাজার দর্শনার্থী উপস্থিত ছিলেন।
এ মেলা বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কয়েকজনকে সম্মাননা ক্রেজ দেওয়া হয়। সাংবাদিকতার ক্ষেত্রে শুধুমাত্র যমুনা টিভির যুক্তরাষ্ট্র আজিম উদ্দিন অভি কে এই এওয়ার্ড সম্মান দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি যখন খুবই ভয়াবহ অবস্থায়, মানুষ বাসা থেকে বের হতে পারে নাই, মানুষ মানুষকে দেখতে যাওয়ার কোন সুযোগ ছিল না, এমন কঠিন পরিস্থিতিতে সাংবাদিকতার ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহ করেছেন। দেশের মানুষকে করোনা পরিস্থিতিতে আক্রান্ত ও মৃত্যুর খবর জানান দিয়েছেন যমুনা টিভির মাধ্যমে। এছাড়াও দেশের মানুষ ও প্রবাসীদের সুখ- দুঃখ, হাসি-কান্নাসহ বিভিন্ন পর্যায়ের সংবাদ সংগ্রহ করে মাঠ পর্যায়ে কাজ করা যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজিমুদ্দিন অভি'কে এ সম্মাননা প্রদান করা হয়।
আজিমুদ্দিন অভি প্রায় ১৪ বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করেন।
এর আগেও তিনি বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। গণমাধ্যমে কাজ করার সুবাদে ভালো কাজের জন্য আরও পুরস্কার পেয়েছেন তিনি।
আজিম উদ্দিন অভি বাংলাদেশের চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন।তিনি স্ব -পরিবারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.