ক্রিড়াই শক্তি-ক্রিড়াই বল-মাদকের বিরুদ্ধে ফুটবল এই প্রতিপাদ্যে শুরু হয়েছে, সুলতান পুর ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে ৷ গত ৮ ই সেপ্টেম্বর শুক্রবার, বিকেল ৩.৩০ মিনিটে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ফুটবল খেলার মাঠে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
দেবিদ্বার উপজেলা ডেপুটি কমান্ডার, ৬ নং ফতেহাবাদ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ইদ্রিস মেম্বার, উক্ত খেলা উদ্বোধন করেন। নক আউট পদ্ধতিতে খেলা পরিচালিত হয়এবং ফিফার নিয়মে খেলা পরিচালিত হয়। খেলায় প্রধান মাঠ পরিচালনা করেন,বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ রেফারি মাসুম খন্দকার ও দুই সহযোগী মকবুল হোসেন সরকার এবং সার্জেন্ট মোহাম্মদ কামাল।
জনপ্রিয় ধারা ভাষ্যকার রাশেদুল আমিন সরকারের উপস্থাপনায়, ৬ নং ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান, কে এম কামরুজ্জামান মাসুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডাক্তার মোঃ হাবিবুর রহমান প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ৮নং জাফরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন,প্রধান আকর্ষণ দেওয়ান আল কাউয়ুম, গোলাম মোস্তফা শামীম মোল্লা প্রমুখ।
খেলায় মিডিয়া পার্টনার ছিল আর, এ মিডিয়া। এস, এন মিডিয়া। কে, বি মিডিয়া। উক্ত টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজ সেবক এমদাদ হোসেন। এবং বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, টুর্নামেন্ট পরিচালক, সুলতানপুর ফুটবল একাডেমীর ক্রিয়া সম্পাদক, শাহপরান। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজ সেবক দেবিদ্বার উপজেলার শিক্ষক সমিতির সাবেক সভাপতি, মরহুম হাজী সাইদ আলী মাস্টারের ছেলে মোশারফ হোসেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.