প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার ফতেপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী দঃ উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাংলাদেশ ফতেপুর ইউনিয়নের পরিচালনায় মকবুলিয়া আহমদিয়া আমিরীয়া দরবার শরিফ থেকে জশনে জুলুছ শুরু হয়। জুলুছটি দরবার হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং গেইট প্রদক্ষিণ করে পুনরায় মকবুলিয়া দরবার শরিফে এসে দোয়া ও মোনাজাত এবং তাবারুক বিতরণের মাধ্যমে সম্পন্ন হয়।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা মকবুলিয়া আহমদিয়া আমিরীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মুহাম্মদ নুরুল আজম শাহ'র সভাপতিত্বে ও জশনে জুলুছ প্রস্তুতি কমিটির সচিব এইচ.এম.জমির এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা'আত ফতেপুর ইউনিয়ন শাখার আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম সওদাগর।
উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাটহাজারী উপজেলা'র সাধারণ সম্পাদক মুহাম্মদ সেকান্দর মিয়া। বিশেষ অতিথি ছিলেন, এস এম শফি ভান্ডারী, আবুল কালাম ভান্ডারী, হারুনুর রশিদ, মুহাম্মদ ইলিয়াছ, মাওলানা মোরশেদুল আলম আল কাদেরী, মাওলানা মোস্তফা আলম আল কাদেরী, মাওলানা মুছা কাজেম, শাহজাদা মুহাম্মদ শফি,হাফেজ জয়নাল আবেদিন, মুহাম্মদ তৌহিদুল আলম, মুহাম্মদ লোকমান হোসাইন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.