নোয়াখালী সুবর্ণচরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত (ওসি) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর ) বেলা ১২ টায় চরজব্বর থানা মিলনায়তনে এ মতবিনিময় সভায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির সাংবাদিকদের সাথে সামগ্রীক বিষয় নিয়ে আলোচনা করেন।
হুমায়ুন কবির বলেন, নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, ভূমিদস্যসহ নানা অসামাজিক বিষয়ে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
ভোরের কাগজের সুবর্ণচর প্রতিনিধি ও সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাবু লিটন চন্দ্র দাসের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের নতুন সময় সুবর্ণচর প্রতিনিধি মো. আবুল বাসার, যায়যায় দিন প্রত্রিকার প্রতিনিধি আব্দুল বারী বাবলু, মাইটিভির সুবর্ণচর প্রতিনিধি মো. আবদুল কাইয়ুম, আজকের পত্রিকা প্রতিনিধি মোজাহিদুল ইসলাম সোহেল, অবজারভার সুবর্ণচর প্রতিনিধিন ও বাংলা ৭১ জেলা প্রতিনিধি মোঃ ইমাম উদ্দিন সুমন, দৈনিক আজকের পৃথিবীর প্রতিনিধি কামাল চৌধুরী, কালবেলা প্রতিনিধি দিদারুল আলম, আমার সংবাদের সুবর্ণচর প্রতিনিধি আরিফ সবুজ, আমাদের সময় প্রতিনিধি আরিফুর রহমান, মানব জমিনের সুবর্ণচর প্রতিনিধি মো. ছানা উল্যাহ, বাংলা বর্ণমালার সুবর্ণচর প্রতিনিধি মো. হানিফ মাহমুদ, সাংবাদিক আহসান হাবিব, মোঃ হাসান, মোঃ খালিদ হাসান সহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকরা নবাগত ওসি'কে সুবর্ণচরের সামগ্রিক বিষয়ে তথ্য আদান-প্রদানের সহযোগীতা করার কথা জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.