প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ১০:১২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৩, ৮:৫৫ অপরাহ্ণ
আমরা কখনো বাংলাদেশকে আলাদা মনে করি না। আখাউড়ায় ভারতের কেন্দ্র্রীয় সরকারের প্রতিমন্ত্রী- প্রতিমা ভৌমিক

ভারতের কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেছেন, আমরা কখনো বাংলাদেশকে আলাদা মনে করি না, যদিও সীমান্তে একটি রেখা বা কাঁটাতারের বেড়া রয়েছে। শুক্রবার বিকালে আখাউড়া - আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সীমান্ত পথে বাংলাদেশ সফরে আসার পথে এমন মন্তব্য করেন তিনি।
এসময় প্রতিমা ভৌমিক বলেন, বাংলাদেশের নাটক, সিনামা, কথাবার্তা, চালচলন - আত্মীয়স্বজন থেকে শুরু করে খাওয়া দাওয়্যা সব কিছু আমাদের দারুণ মিল রয়েছে। এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা যারা ত্রিপুরাবাসী রয়েছি - আমাদেরকে বাঙালি বলে ডাকে, আমরা তাতে রাগ করি না। বরং আমরা তাতে গর্ববোধ করি যে, আমাদের নেটিভ জায়গাটি সম্পর্কে পরিচয় করে দেয়।
এসময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এসময় ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ওনার সঙ্গে ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.