ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নানা আয়োজনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার বিকেলে সরাইল উপজেলা পাবলিক লাইব্রেরীতে এ জন্মদিন পালিত, দোয়া, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩১২ সংরক্ষিত আসনের এমপি ও সরাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. নাজমুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশিদ,মো.মুস্তাফিজুর রহমান,পানিশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দ্বীন ইসলাম,সরাইল সদর আওয়ামী লীগের সভাপতি মো. কায়কোবাদ, অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবু তালেব মিয়া, শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল্লাহ ঠাকুর,কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল খানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা৷সন্ধ্যায় উপজেলা পাবলিক লাইব্রেরীতে এমপি নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে কেক কাটা হয়।
পড়েছেনঃ ৮৭