আজ ৩০ সেপ্টেম্বর ছিলো জাতীয় কন্যাশিশু দিবস।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো "বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার"। উক্ত প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্নাঢ্য রেলীর আয়োজন করা হয়েছে।রেলীতে মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত বিভিন্ন ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা সহ উপজেলা পরিষদ এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কিশোর কিশোরী ক্লাবের সকল জেন্ডার প্রমোটর, সংগীত শিক্ষক, আবৃত্তি শিক্ষক, এনজিও কর্মকর্তা এবং সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
সন্দ্বীপ উপজেলা চত্বরে আয়োজিত বর্নাঢ্য রেলীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা।
রেলী শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার বলেন আজকের কন্যাশিশুর মধ্যেই সুপ্তভাবে বিরাজ করছে আগামী দিনের আদর্শ মা। তাই কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রণয়ন করেছে বিভিন্ন আইন ও সুরক্ষা কার্যক্রম। ভবিষ্যৎ সুস্থ প্রজন্ম গড়ার প্রত্যয়ে কন্যাশিশুর স্বাস্থ্য সুরক্ষায় বিনিয়োগ বৃদ্ধি করা হয়েছে। উপবৃত্তির সুযোগসহ যুগোপযোগী শিক্ষার সুযোগ বৃদ্ধি করা হয়েছে।সমাজ সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডে কন্যাশিশুদের সম্পৃক্ত করায় দেশের তৃণমূল পর্যায়ের কন্যাশিশুরা শিক্ষিত ও নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠছে।সরকারি-বেসরকারি নানা পদক্ষেপের কারণে দেশে কন্যাশিশুদের শিক্ষার হার বৃদ্ধির পাশাপাশি বাল্যবিবাহ ও যৌতুকের হার কমে এসেছে। কন্যাশিশুরা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে ঈর্ষণীয় সফলতা প্রদর্শন করছে। এছাড়া তারা বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ফলে জেন্ডার সমতায় বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.