আখাউড়ায় প্রবীণ দিবস পালিত হয়েছে

রোববার সকালে প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের উদ্যোগে আখাউড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীন হিতৈষী সংঘের সভাপতি মোহাম্মদ কাদিরুজ্জামান।সঞ্চালনায় করেন সংঘের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম চৌধুরী। বক্তত্য রাখেন মোঃ নাজির হোসেন মাস্টার, এরশাদ হোসেন তালুকদার, মোঃ বজলুর রহমান।
বক্তারা প্রবীনদের অবহেলা না করে তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের দেখাশোনা করার আহবান জানান।