
পনের বছর ক্ষমতায় থেকে শেখ হাসিনা সরকার জলে-স্থলে অন্তরীক্ষে উন্নয়ন করেছে। আর এ উন্নয়ন আওয়ামী লীগের জন্য নয় এদেশের সকল মানুষের জন্য করেছে। যারা বিএনপি করছে তাদের জন্যও করেছে। পদ্মা ব্রীজ, কর্ণফুলী টানেল, ফ্লাইওভার, মেট্রোরেল এসবের সুফল সবাই ভোগ করছে। বঙ্গবন্ধু যেমন সে সময় সাড়ে ৭ কোটি মানুষের জন্য দেশ স্বাধীন করেছেন আজকে তার সুযোগ্য কন্যা ১৮ কোটি মানুষের জন্য এ কাজগুলি করেছেন। কিন্তু বিএনপি জামাত আজকে এই উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বিদেশ গিয়েও দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে।
গতকাল সোমবার বিএনপি-জামাত কর্তৃক দেশ ও সরকারের উন্নয়নের বিরুদ্ধে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও অপতৎপরতার প্রতিবাদে হাটহাজারীতে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিশাল গণমিছিল পূর্বে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমানের সঞ্চালনায় বিএনপি জামাতকে উদ্দেশ্য করে এম এ সালাম আরো বলেন, আজকে তারা জননেত্রী শেখ হাসিনার অপ্রতিরোধ্য যে উন্নয়নের অগ্রযাত্রা। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, শেখ হাসিনার কর্মীরা বেঁচে থাকতে বাংলাদেশে তাদের কোন ষড়যন্ত্র, চক্রান্ত বাস্তবায়ন হতে দেব না।
বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাটহাজারী পৌরসভার মিরেরহাট সিটিপ্যালেসের সামনে থেকে হাটহাজারী বাজার, বাসস্ট্যান্ড, কলেজ গেইট প্রদক্ষিণ করে কাচারী সড়ক হয়ে ডাকবাংলো চত্বরে গিয়ে গণমিছিলটি শেষ হয়। গণমিছিলে চট্টগ্রাম উত্তরজেলা যুবলীগের সভাপতি ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহ, সমাজকল্যাণ সম্পাদক জাফর আহম্মদ, দপ্তর সম্পাদক নুর খাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী, উত্তর জেলার সদস্য এডভোকেট দিদারুল আলম বাবুল, সেলিম উদ্দিন, শওকত আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য রাশেদুল ইসলাম রাসেল, উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ শামিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাশেক, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনিসহ উপজেলার ১৪ টি ইউনিয়ন পৌরসভাসহ সিটি কর্পোরেশন আংশিক এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।