কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে নাজমা মনি (৪) ও সায়েমা জন্নাত (৪) নামের দুই শিশু।কন্যার করুণ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ৩ অক্টোবর বিকেল ৫টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় এঘটনা ঘটে। নাজমা মনি নতুনপাড়া এলাকার নুরুল আজিম ও সায়েমা জন্নাত একই এলাকার সৌদি প্রবাসি সাইফুল ইসলামের কণ্যা। টইটং ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম বলেন,শিশু দুইজন অন্য শিশুদের সাথে বাড়ির একটু দুরে পুকুরপাড়ে খেলছিলেন। সবার অগোচরে কোন এক সময় তাঁরা পুকুরে পড়ে যায়। এসময় তাদের মৃত্যু হয়। স্থানীয় মো.ইমন তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। তাঁরা গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে দুজন শিশুর মৃত্যুতে তাদের পরিবারে চলছে শোকের মাতম।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.