প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ১১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৩, ৫:১০ অপরাহ্ণ
সরাইলের তিতাস নদী থেকে ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

প্রাকৃতিক মৎস্য প্রজনন তিতাস নদীতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ১০হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ৩ অক্টোবর বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত নদীর বিভিন্ন অংশে এই অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযান পরিচালনাকারী সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা জানান, গতকাল মঙ্গলবার উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন অংশে পরিচালিত অভিযানে প্রায় ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। নদীর মাছ ও জীব বৈচিত্র্য রক্ষার জন্য এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি গণমাধ্যমকে জানান। অভিযান পরিচালনার সময় সঙ্গে ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মকসুদ হোসেনসহ সরাইল থানার পুলিশ ফোর্স ও মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ। এ সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.