প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ৩:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৩, ১০:৫৫ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। মোট ১৮ জন সাংবাদিক এ সহায়তা পান। এর মধ্যে পাঁচ জন পেয়েছেন বিশেষ আর্থিক সহায়তা এবং ১৩ জন পেলেন করোনাকালীন আর্থিক সহায়তা।
সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে সংগঠনটির সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো.আসাদুজ্জামান কাউছার। স্বাগত ভাষণ প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.মনির হোসেন। উপকারভোগীদের পক্ষে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.