সরাইলে ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড  গ্রামের ঘরবাড়ি

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড়। কয়েক মিনিটের স্থায়ী এ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যায় গ্রামটির ১৫-২০ টি ঘরবাড়ি । ভেঙে পড়ে শত শত গাছপালা। বহু ঘরের টিনের চাল উড়ে গিয়ে আটকায় গাছের উপরে। বিদ্যুতের তার ছিঁড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গাছের ডাল ভেঙে পড়ে রয়েছে রাস্তায়। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৮ ওয়ার্ডের মেরাথলি গ্রামে ঝড় আঘাত হানে। ঝড়ের সঙ্গে বজ্রপাতও হয়েছে।
অন্যদিকে গাছ ও ডালপালা মেরাথলি গ্রামের বিভিন্ন রাস্তায় পড়ে ছিল। ঝড়ের পর থেকে বিদুৎ সংযোগ বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন লোকজন। ১২-১৫ টি পরিবার এখন খোলা আকাশের নিচে এসে পড়েছে। তবে এখনো কোনো হতাহতের ঘটনা ঘটে নি।
ঘূর্ণিঝড়ে একাধিক ক্ষতিগ্রস্তরা জানান, তারা জেনছে ব্রাহ্মণবাড়িয়া সদর ‍উপজেলার মজলিশপুর এলাকা থেকে ঘূর্ণিঝড়টির সৃষ্টি হয়। পরে সেটি শ্যামপুর ও আনন্দপুর এলাকা হয়ে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় আঘাত হানে।৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুমন বলেন, সকাল থেকেই সারাদিন ধরে বৃষ্টি ছিল। বিকালের দিকে হঠাৎ ঘূর্ণিঝড়ে ইউনিয়নের মেরাথলি গ্রামে আঘাত হানে। এতে বেশ কয়েকটি কাঁচা-পাকা ঘরবাড়ি ও গাছপালা ভেঙে গেছে। ঘূর্ণিঝড়ে বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় জানতে পেরেছি ১৫-২০ টি পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে এসে পড়েছে। সরাইল উপজেলার নির্বাহী অফিসার  (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দীন জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ১৫ টি পরিবার সনাক্ত করেছি। তাদের ৩০ কেজি করে চাল দেয়া হয়েছে। তাছাড়া প্রতিটি পরিবারকে টিন দেয়ার প্রস্তুতি চলছে।