আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে তিনজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে তিন জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আখাউড়া উত্তর  ইউনিয়নের চানপুর গ্রামের মৃতঃ রমজান আলীর ছেলে ইকবাল হোসেন, মনিয়ন্ধ ইউনিয়নের মিন্টু খার ছেলে মোঃ সাকিব খা,  আখাউড়া  পৌরসভার দেবগ্রামের মৃতঃ কুদ্দুস ভুইয়ার ছেলে মোঃ সিজল ভুইয়া ওরফে চম্পা।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে শোপর্দ করা হয়। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।   পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে গত ২৪ ঘন্টায় পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
 আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) আসাদুল ইসলাম জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানে তাদেরকে গ্রেফতার করে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতের শোপর্দ করা হয়েছে।  এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেছেন।