প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ৮:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৩, ১০:৫০ অপরাহ্ণ
আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ ( চল্লিশ) বোতল স্কাফ সিরাপ সহ ১ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন, আখাউড়া উপজেলার সেনারবাদী গ্রামের মৃতঃ বাদশা মিয়ার ছেলে মোঃ জলিল মিয়া।
গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে শোপর্দ করা হয়। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) আসাদুল ইসলাম জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.