আখাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে শুক্রবার সকালে র‌্যালী ও অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীতে প্রশাসনের কর্মকর্তা—কর্মচারী ও ফায়ার সার্ভিসের কমীর্রা অংশ নেয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের কমীর্রা অগ্নি নির্বাপনের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এসময় ভেজা ছালা দিয়ে আগুন নিভানো, এলপিজি সিলিন্ডার গ্যাসের আগুন নিভানো এবং ফায়ার ডিস্টিংগুইসার দিয়ে আগুন নেভানোর কৌশল দেখানো হয়।
উপস্থিত ছিলেন  আখাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার মুনিম সারোয়ার  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কার্য্য সহকারী গোলাম উদ্দিন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।