পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে শুক্রবার সংগঠনের সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী ব্যবসায়ী শাখার সভাপতি হাটহাজারী পৌরসভার সহায়ক কমিটির সদস্য হাজী এস. এম রফিক হাসান।
প্রধান অতিথি বলেন, আরব জাহান যখন পৌত্তলিকতা ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই আইয়ামে জাহেলিয়ার সময় মহান আল্লাহ সত্য, ন্যায়, কল্যাণ ও একত্ববাদ প্রতিষ্ঠায় তাঁর প্রিয় হাবিবকে অপার রহমত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এ কারণে রাসুল (দঃ)-কে সম্মান জানিয়ে রাহমাতুল্লিল আলামিন হিসেবেও সম্বোধন করেছেন মহান আল্লাহ বিনয়, সহিষ্ণুতা, দয়া, সহমর্মিতাসহ সব মানবিক সদগুণের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল উনার মধ্যে। শ্রেষ্ঠ মানবিক গুণাবলির অধিকারী হিসেবে তিনি ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সর্বকালে সর্বজনস্বীকৃত। ন্যায়পরায়ণতা ও সত্যবাদিতার জন্য শৈশবেই তিনি ‘আল আমিন’ উপাধিতে ভূষিত হয়েছিলেন।
সন্ধ্যায় একটি রেষ্টুরেন্টে সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন, গহিরা এফ কে জামেউল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ ফখরুদ্দীন আল কাদেরী।
সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী শেরে বাংলা (রহঃ) দরবারের শাহজাদা ও পৌরসভা সহায়ক কমিটির সদস্য শাহজাদা স. ম এনাম, সংগঠনের উপদেষ্টা আবুল বাশার, গাউছিয়া কমিটি হাটহাজারী পৌরসভার সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন রুবেল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাটহাজারী ঠিকাদার সমিতির সভাপতি মোঃ সেলিম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আবুল মনছুর, প্রচার সম্পাদক মোহাম্মদ আবু নোমান, সদস্য এরশাদ।
শুরুতে কোরান তেলোয়াত করেন, হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আলফা বিন আলম। নাত শরীফ পাঠ করেন, ইছাপুর রহিমপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আবু নোসাইব মোহাম্মদ আকিব।
এসময় সেমিনারে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোরশেদুজ্জামান, সংগঠনের নির্বাহী সদস্য শ্যামল নাথ, যুগ্ম সম্পাদক উজ্জ্বল নাথ, সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব সহ প্রচার সম্পাদক মোঃ ওসমান গনি প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.