রাঙ্গামাটিতে সিএনজি (অটোরিকশা) উল্টে মো. হাসান (৪১) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার বিকাল ৩ টার দিকে রাঙ্গামাটি ঠান্ডাছড়ি নামক স্থানে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান হাটহাজারী পৌরসভার ১ নং ওয়ার্ডের তালুকদার পাড়ার মৃত ইসমাইলের দ্বিতীয় ছেলে। আহত হওয়া ব্যক্তির নাম আবদুল শুক্কুর (৬৫)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাণীরহাট বাজারে দোকানে জন্য কাঁচামাল ক্রয় করে সিএনজি যোগে (অটোরিকশা) বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সিএনজিটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে সিএনজিটি উল্টে যায়। এতে নিহত হাসান মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে রেপার করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মারা যান। এদিকে ঘটনার পরপরই চালাক পলাতক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নিহতের বড় ভাই মো. ইয়াছিন জানান, আমার ভাই দীর্ঘদিন ধরে হাটহাজারী বাজারে ফলের ব্যবসা করেন। দুর্ঘটনার দিন বিকালে রাঙ্গামাটি রাণীরহাট বাজার থেকে সিএনজিযোগে বাড়ি ফেরার পথে রাঙ্গামাটি ঠান্ডাছড়ি নামক স্থানে সিএনজিটি উল্টে যায়। এতে আমার ভাই গুরুতর আহত হয়। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার তিন সন্তান রয়েছে।