জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আজ ১৮ অক্টোবর বুধবার চট্টগ্রাম
বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেন। কর্মসূচীর মধ্যে ছিল-সকাল ১০টায় পরীর পাহাড়স্থ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সেখানে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম, পুলিশের রেঞ্জ ডিআইজি’র পক্ষে অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়, সিএমপি’র অতিরিক্ত কমিশনার এম.এ মাসুদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আবদুল মালেক, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা
একেএম সরোয়ার কামাল দুলু, জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি, কেন্দ্রীয় কারাগার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সমাজসেবা
অধিদপ্তর, আনসার-ভিডিপি বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্র্যাকসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ। এর পর পর বেলুন উড়িয়ে শেখ রাসেল দিবসের
উদ্বোধন শেষে পরীর পাহাড়স্থ চত্ত¡রে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এদিকে ‘স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ’-২০২৩ এর আওতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ‘স্মার্ট স্কুল বাস’ নামক উদ্ভাবনী উদ্যোগটি প্রথম হওয়ায় আজ ১৮ অক্টোবর বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত শেখ রাসেল দিবসের উদ্বোধনী ও শেখ রাসেল পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কৃত করেন।
সকাল ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কেক কেটে শহীদ শেখ রাসেলের জন্মদিন উদযাপন পরবর্তী আলোচনা সভায় আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আবদুল মালেকের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী কমিশনার রাজীব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়, সিএমপি’র অতিরিক্ত কমিশনার এম.এ মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল দুলু।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। দিবসটি উপলক্ষে বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে সবশেষে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ের পদস্থ কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শেখ রাসেল দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম বলেন, আজকের শিশুরা শেখ রাসেলের আদর্শ ধারণ করে বড় হয়ে উঠবে। আমার প্রত্যাশা তারাই ২০৪১ সালের সমৃদ্ধ সোনার বাংলাকে প্রতিনিধিত্ব করবে। শেখ রাসেল আজকে বেঁেচ থাকলে বাংলাদেশ আরেকজন প্রতিভাবান রাজনৈতিক ব্যক্তি পেত। নয়মাস যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন করে আমরা পৃথিবীতে যে গৌরব অর্জন করেছি, ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ড সে গৌরবকে হেয় প্রতিপন্ন করেছে। তিনি আরো বলেন এমন নৃশংস হত্যাকারীদের বিচার করা যাবে না এমন আইন পাশ করা হয়েছিল। যা পৃথিবীতে আর কোথাও নজির নেই। তখন বাংলাদেশ গভীর অন্ধকারে ডুবে গিয়েছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে অন্ধকারকে দূরীভুত করে দেশকে আলোর অভিমুখে নিয়ে গেছে।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায় তাঁর বক্তব্যে বলেন, জন্মদিন আনন্দের হলেও এ জন্মদিনে বেদনার ভারটা অনেক বেশি। কেননা শেখ রাসেলকে যখন হত্যা করা হয় তখন তিনি ক্লাস ফোরের একজন ছাত্র ছিলেন। জীবনটাকে উপভোগ করার সময়ও পাননি। আজকে শেখ রাসেল দিবসে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হইযে, যার যার অবস্থান থেকে সবাই একসাথে কাজ করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আবদুল মালেক বলেন, বঙ্গবন্ধু প্রায়ই জেলে থাকার কারণে শেখ রাসেলের সাথে একটা দুরত্ব তৈরি হয়। তাই যখনই জেলে যেত দেখা করার
জন্য সেখান থেকে আর আসতে চাইত না। বাবাকেসহ নিয়ে আসতে চাইত। আজকের ছোট শিশুদের মাঝে শেখ রাসেলের স্মৃতি ছড়িয়ে দেয়ার জন্য আমরা এ দিবস পালন করছি। শেখ রাসেল দ্বীপ্তিময়, নির্ভীক নির্মল দূর্জয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.