চট্টগ্রাম মেট্টোপলিটন পুুলিশ (সিএমপি) কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল মাহমুদকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মেট্টোপলিটন পুলিশের পুলিশ পরিদর্শক মো. জহির হোসেনকে।
১৮ অক্টোবর (বুধবার) সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি করা হয়।
জানা যায়, ২০২২ সালের ১৬ নভেম্বর আনোয়ারা থানার ওসি মো. দুলাল মাহমুদকে কর্ণফুলী থানার ওসি করা হয়।
অন্যদিকে, নতুন ওসি মো. জহির হোসেন ২০২০ সালে ডবলমুরিং থানার ওসি তদন্ত ও আকবরশাহ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.