প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৫, ৩:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২২, ৭:০০ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে স্বাস্থ্য বিধি লঙ্ঘনে ৬৭ টি মামলাও জরিমানা

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত থাকতে নিজে মাস্ক পরি অন্যকেও মাস্ক পরতে সচেতন করি এই শ্লোগানে করোনা ভাইরাস (ওমিক্রনে) বিস্তার রোধ কল্পে স্বাস্থ্যবিধি নিশ্চিত করণ ও সরকারের নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। মাস্ক পরিধান না করা স্বাস্থ্য বিধি লঙ্ঘন করায় ৬৭ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা ও তা আদায় করা হয়।
রোজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিন ব্যাপি সংক্রমণ প্রতিরোধে জেলাব্যাপী উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ৬৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা ও আদায় করা হয়। জেলার এই অভিযানে প্রত্যেক থানা পুলিশের দল অভিযানে সহযোগিতা করেন।
সবাইকে সর্তক হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলা প্রসাশন কতৃক নির্দেশ প্রদান করেন। স্বাস্থ্যবিধি অমান্যকারীগণকে অর্থদন্ড এবং কারাদন্ড প্রদান করা হবে বলেও জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.