ইক্করা ইনটারন্যাশনাল হিফজুল কুরআন মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

ইক্করা ইনটারন্যাশনাল হিফজুল কুরআন মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল ওয়াজ  মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ অক্টোবর) নোয়াখালী সুবর্ণচর উপজেলা , চরক্লার্ক জনতা বাজার ইক্করা ইনটারন্যাশনাল হিফজুল কুরআন মাদ্রাসার মাঠে এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা রাশেদুল ইসলামের সঞ্চালনায় ও ৩ নং চরক্লার্ক ইউনিয়নের এর চেয়ারম্যান আলহাজ এ্যাডভোকেট আবুল বাসার( ডিপটি) এর সভাপতিত্বে এতে প্রধান ভক্তা ছিলেন বরিশাল, সদর উপজেলার, জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাওলানা মুফতি হেদায়াতুল্লা খাঁন। বিশেষ ভক্তা ছিলেন লক্ষীপুর রামগতি উপজেলার, রাউযাতুল উলুম ইসলামিয়া মাদরাসর মূহতামিম, মাওলানা কামাল উদ্দিন তাহেরি।

 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নোয়াখালী সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মাসুম বিল্লাহ।

উক্ত ওয়াজ মাহফিলে কেরাত পরিবেশন করেন দারুস সালাম জামে মসজিদের খতিব ক্বারী যোবায়ের আহ, সিদ্দিকী।

এই সময় ইক্করা ইনটারন্যাশনাল হিফজুল কুরআন মাদরাসার পরিচালক আক্তার হোসেন সহ এলাকার সকল শ্রেণি,পেশা মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে ওয়াজ মাহফিল সাফল্য মণ্ডিত হয় । ওয়াজ মাহফিল শেষে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করেন। এবং সবশেষে দেশ ও জাতীর কল্যানে দোয়া ও মুনাজাত করা হয়।