
হাটহাজারীতে অস্ত্র-কার্তুজসহ মো. ইসমাইল হোসেন রনি (২২) এবং নূরুল হক (২১) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (২২ অক্টোবর) হাটহাজারী থানাধীন শিকারপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ পশ্চিম কুয়াইশের অনন্যা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটকৃতরা হলো, মো. ইসমাইল হোসেন রনি উপজেলার বুড়িশ্চর ইউপির ৪ নং ওয়ার্ডস্থ রমজান আলী মিস্ত্রীর বাড়ির মো. মাকছুদুর রহমান প্রকাশ দুলাল ড্রাইভারের ছেলে এবং নুরুল হক কক্সবাজার জেলা সদরের বাহারছড়ার ৪নং ওয়ার্ডস্থ আজাদের বাড়ির মৃত মো. সাইফুল ইসলামের ছেলে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, গোপন সংবাদেরভিত্তিতে অনন্যা আবাসিক এলাকা থেকে দুই অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। রোববার দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠিয়েছেন বলেও জানান ওসি।